Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

আমাদের সেবার মানঃ

১) লিখিত সকল অনুরোধের আমরা দ্রুত জবাব দেব। অনুরোধ প্রাপ্তির দিন থেকে ০৭ দিনের মধ্যে।

২) অনুরোধ পত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্য, কাগজ-পত্র এবং ফিস জমা দেয়া হলে নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা দেয়া হবে।

৩) যদি সেবাদানে দেরি হওয়ার আশঙ্কা থাকে বা অবশ্যম্ভাবীভাবেই দেরি হয়ে যায় অথবা যাচিত সেবা যদি
    অপ্রাসঙ্গিক হয় তাহলে আমার তা দ্রুত আপনাকে জানাব।

প্রদেয় সেবার বিবরণ     

 

যে সব সেবা দেয়া হবে;

সহায়তার জন্য যোগাযোগ করতে হবে;

 

1.     ফুডগ্রেইন লাইসেন্স প্রদান ও নবায়ন।

১। জেলা খাদ্য নিয়ন্ত্রক, কিশোরগঞ্জ। (জেলা পর্যায়ে)

 ২। সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। (উপজেলা পর্যায়ে)

 

2.     রাইছ মিল ও আটা মিলে লাইসেন্স প্রদান ও নবায়ন।

3.    হ্রাসকৃত মূল্যে খোলাবাজারে চাল/গম/আটা বিক্রি।

4.     স্বল্পমূল্যে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ।

5.     সরকারি ৪র্থ শ্রেণী কর্মচারী রেশন প্রদান।

6.    বিশেষ জরুরি গ্রাহক।

7.     অন্যান্য জরুরি গ্রাহক।

8.     ময়দাকল লাইসেন্স প্রদান।

9.     কাজের বিনিময়ে খাদ্য/টেষ্ট রিলিফ/ ভিজিডি/ ভিজিএফ/জিআর প্রকল্পে/ প্রোগ্রামে খাদ্যশস্য সরবরাহ করণ।

10.  সরকার নির্ধারিত মূল্যে কৃষকের নিকট হতে ধান/গম ক্রয়।

11.  সরকার নির্ধারিত মূল্যে মিলারদের নিকট হতে চাল সংগ্রহ।